.

আজ জগদ্ধাত্রী পুজো। অন্যান্য বছরের মতো এবারও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে বিভিন্ন পুজো কমিটি। চন্দননগরে ছয় দিন ধরে পুজো হলেও বেশিরভাগ জায়গায় আজ বুধবার, নবমী এবং কাল, দশমী এই দু’দিন ধরে জগদ্ধাত্রীর আরাধনা হয়ে থাকে। দুর্গাপুরের স্টিল টাউনশিপের বিদ্যাপতি অ্যাভিনিউর তরুণ সংঘ, আইনস্টাইন অ্যাভিনিউর সুপার ক্যাট ক্লাব, হর্ষবর্ধন রোড বয়েজ ক্লাব, ফুলঝোড় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, এডিশন রোডের বন্ধু সবাই, কাশীরাম দাস রোডের রবীন্দ্র সংঘ, শিবাজী রোডের অরবিন্দ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো উল্লেখযোগ্য।

বিদ্যাপতি অ্যাভিনিউ তরুণ সংঘ





আইনস্টাইন অ্যাভিনিউ সুপার ক্যাট ক্লাব



হর্ষবর্ধন রোড বয়েজ ক্লাব



ফুলঝোড় সার্বজনীন জগদ্ধাত্রী পুজো



Like Us On Facebook