ছট পুজো সেরে পরিবারের সদস্যদের জন্য টিফিন আনতে যাওয়াই কাল হল সঞ্জয়ের। মিনিবাসের বেপরোয়া গতি ছিনিয়ে নিল বছর পঁচিশের এক তরতাজা যুবকের প্রাণ। রবিবার সাত সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতির জনবহুল বাজার এলাকা নাচন রোডে। মৃতের নাম সঞ্জয় গুপ্তা (২৫)। বাড়ি বেনাচিতি বাজারের শাল বাগানে। সঞ্জয়ের পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা সঞ্জয়ের মর্মান্তিক মৃত্যু দেখে ক্ষোভে ফেটে পড়ে রবিবার সকালে ঘাতক মিনিবাসের চালকের গ্রেফতার, প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও ব্যস্ত রাস্তায় মিনিবাসের গতির রাশ টানার দাবিতে রাস্তা অবরোধ করেন।

মৃত সঞ্জয়ের মামীমা রীনা সাউ বলেন, ‘সঞ্জয় ছট পুজো সেরে পরিবারের লোকজনদের জন্য জল খাবার আনতে বাইক নিয়ে বাজারে যায় আর একটি দুর্গাপুর থেকে প্রান্তিকা গামী একটি বেপরোয়া মিনিবাস সঞ্জয়কে নিয়ম ভেঙে পিষে দেয়।’ জানা গেছে এরপরেই স্থানীয় মানুষ আহত সঞ্জয়কে সিটি সেন্টারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সঞ্জয়কে মৃত ঘোষণা করেন। এই খবর শাল বাগানে পৌঁছতেই উত্তাল হয়ে ওঠে শাল বাগান সহ গোটা বেনাচিতি বাজার এলাকা।মিনিবাসের বেপরোয়া গতিতে রাশ টানতে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন এলাকার মানুষজন। সঞ্জয়ের পরিবারের লোকজন এবং স্থানীয় মানুষ ঘাতক মিনিবাস বাসের চালকের গ্রেফতারের দাবিতে নাচন রোডে অবরোধ শুরু করেন।

খবর পেয়ে স্থানীয় এ-জোন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অবরোধের পাশাপাশি কয়েকটি মিনিবাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বেনাচিতির নাচন রোডে। এদিকে দুর্ঘটনা, অবরোধ সহ বিক্ষিপ্ত ঘটনার জেরে রবিবার সকাল থেকে ব্যস্ত নাচন রোডে প্রান্তিকা থেকে নাচন রোড দিয়ে বিভিন্ন রুটের মিনিবাস পরিষেবা বন্ধ হয়ে যায়। যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়েন রবিবার সকাল থেকে।


Like Us On Facebook