গো-বীজ সংরক্ষণের কাজে ব্যবহৃত তরল নাইট্রোজেন পাচার করার অভিযোগে দু’জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। তরল নাইট্রোজেন পরিবহণের গাড়ি ও মোটর বাইকও আটক করেছে পুলিশ। তদন্তের নির্দেশ দিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী। মেমারির বাগিলা গ্রামের ঘটনা।

গ্রামবাসীদের অভিযোগ, শনিবার ছুটির দিনে তরল নাট্রোজেনের গাড়ি কিভাবে সাপ্লাই দিতে এল? এমনকি মোটর বাইকে করে আসা এক ব্যাক্তিকে ওই গাড়ি থেকে সরকারি সম্পত্তি পাচার করা হচ্ছিল। মেমারি থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ দফতরের ডেপুটি ডিরেক্টরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ছুটির দিনে কিভাবে এই সরকারি সম্পত্তি নিয়ে আসা হল তারও রির্পোট চেয়েছেন মন্ত্রী।

Like Us On Facebook