বর্ধমানের সদরঘাটে ছট পুজোয় মাতলেন হিন্দিভাষী মানুষজন। শনিবার বিকেলে বর্ধমানের সদরঘাটে উপবাস পালন করা মহিলারা সংসার ও সমাজের মঙ্গল কামনায় দামোদরের জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। এদিন কার্যত গোটা সদরঘাটের দখল নেন ভক্তরা। ছট পুজো উপলক্ষ্যে বসেছে মেলাও। পুজোকে কেন্দ্র করে যাতে কোন রকমের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশও। দুর্ঘটনা এড়াতে নিযুক্ত করা হয় বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদেরও। মজুত রাখা হয়েছে নৌকা ও লাইফ জ্যাকেট।

এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জলাশয়েও ছট পুজো অনুষ্ঠিত হল। ছট পুজোর ব্রতীরা সংযম পালন করে শনিবার সূর্যাস্তের পর এবং রবিবার সূর্যদয়ে এই ছট পুজো করছেন। ছট পুজো উপলক্ষে দুর্গাপুরের সমস্ত জলাশয় সেজে উঠেছে। কোন কোন জলাশয়ের ধারে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

ছট পুজো উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জলাশয়ের মধ্যে দুর্গাপুরের ভিড়িঙ্গীর জাতীয় সড়কের ধারে জলাশয়, ভিড়িঙ্গী ধর্মাপুকুর, সুভাষপল্লী, নীলপুর, দুর্গাপুর স্টিল টাউনশিপের কুমার মঙ্গলম পার্ক, এ-জোনের বিভিন্ন জলাশয় সহ দামোদর ব্যারেজে ছট পুজো অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি পান্ডবেশ্বর ও কাঁকসাতেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে ছট পুজো।






Like Us On Facebook