দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ শেষমেষ অবৈধ দখলদারী উচ্ছেদ করতে উদ্যোগী হল। শনিবার ইস্পাত নগরীর এ-জোনের স্টিল মার্কেট সংলগ্ন এলাকার বেশ কিছু অবৈধ নির্মাণ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে ভেঙ্গে ফেলে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ অবস্থা সামাল দেওয়ায় কোন অশান্তি হয় নি। এর মধ্যে দুর্গাপুর নগর নিগমের নব নির্মিত একটি নির্মল বাংলা মিশনের শৌচালয়ও ভেঙ্গে ফেলা হয় বলে জানা গেছে। এই নিয়ে বির্তকের সৃষ্টি হয়। ডিএসপি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে অবৈধ নির্মাণের পাশাপাশি একই সঙ্গে অবৈধ ভাবে ডিএসপির জমির দখলের বিরুদ্ধেও অভিযান চলবে সমানে। ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ কোনভাবেই বরদাস্ত করা হবে না। ডিএসপির এলাকায় জমি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে এবার। ডিএসপির জমিতে নির্মল বাংলার নব নির্মিত শৌচালয় ডিএসপি কর্তৃপক্ষ ভেঙ্গে ফেলার বিষয়ে দূর্গাপুর নগর নিগমের কমিশনার কস্তরি সেনগুপ্ত কিছু বলতে অস্বীকার করেন।

Like Us On Facebook