স্কুল থেকে মেয়েকে নিয়ে ফেরার পথে দুর্গাপুরের মায়াবাজারে একটি ডাম্পারের সঙ্গে এক বাইক আরোহী মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে উভয়েই গুরুতর আহত হয় সোমবার দুপুরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে দুর্গাপুরের গান্ধী মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। আহত বাইক আরোহীর নাম উজ্জ্বল পন্ডিত এবং মেয়ের নাম দীপশিখা।
জানা গেছে, দীপশিখা দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। উজ্জ্বলবাবু মায়াবাজারে বাড়ি ফেরার সময় একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। ডাম্পারটি উজ্জ্বল বাবুর পায়ের উপর চেপে যাওয়া দেখে ডাম্পারের চালক চম্পট দেওয়ার চেষ্টা করে। স্থানীয় মানুষ দীপাশিখাকে উদ্ধার করতে পারলেও ডাম্পার উজ্জ্বলবাবুর পায়ে চেপে থাকায় অন্য একটি ডাম্পার চালকের সহায়তায় ডাম্পারটিকে সরিয়ে স্থানীয় মানুষ উজ্বলবাবুকে উদ্ধার করে দু’জনকেই হাসপাতালে পাঠান। ইতিমধ্যে স্থানীয় মানুষ ডাম্পার চালককে ধরে বেঁধে রাখেন। পুলিশ এসে ডাম্পার চালককে আটক করে থানায় নিয়ে যায়।