দুর্গাপুরের বন্ধ কারখানা এমএএমসি আবাসন এলাকাটি দুর্গাপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডের অন্তর্গত। একসময়ের সাজানো এই আবাসন এলাকা এমএএমসি কারখানা বন্ধ হওয়ার পর অভিভাবকহীন হয়ে পড়ায় রক্ষনাবেক্ষণের অভাবে দুর্গাপুর পুরসভা থেকে নূন্যতম পরিষেবাগুলি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে রবিবার সকালে স্থানীয়রা পথ অবরোধ করলেন।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে দুর্গাপুর পুরসভার ২৪ নং ওয়ার্ডে বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রে নজর নেই দুর্গাপুর পুরসভার। নূন্যতম পরিষেবা হিসাবে রাস্তার পথ বাতি গুলি জ্বালানোর কোন উদ্যোগ নেই পুরসভার। স্থানীয় কাউন্সিলর লাভলি রায়কে বার বার বলেও কোন ফল হয়নি বলে অভিযোগ করেন এলাকার মানুষজন। দীর্ঘদিনের ক্ষোভ উগরে দিয়ে রবিবার সাত সকালে এমএএমসির ৩ নং বরো কার্যালয়ের সামনের রাস্তায় এলাকার মহিলারা পথ অবরোধ করেন। এই অবরোধ কর্মসূচিতে এমএএমসি আবাসনের অন্যান্যরাও যোগদান করেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দিদিকে বলো টোল-ফ্রি নম্বরে ফোন করে পরিষেবা না পাওয়ার অভিযোগ জানান বলে দাবি করেন পথ অবরোধকারীরা। স্থানীয় কাউন্সিলর লাভলি রায় বলেন, ‘ওই এলাকার কয়েকটি পথবাতি জ্বলছে না। কালীপুজোর আগেই ঠিক করে দেওয়া হবে বলে ওনাদের জানিয়ে দেওয়া হয়েছিল। তা সত্বেও কেন ওনারা পথ অবরোধ করছেন বুঝতে পারছি না।’