এক বেসরকারি কারখানার কর্মী নাইট সিফটের ডিউটিতে আসার সময় একটি নির্মীয়মাণ ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হলে প্রত্যক্ষদর্শী স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে ড্রেন নির্মাণের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরকে গ্রেফতারের দাবি জানিয়ে পথ অবরোধ করে ক্ষতিপূরণের দাবি জানান। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দুর্গাপুরের সগড়ভাঙার গোল পার্ক এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারখানার বিভিন্ন পরিবহণের গাড়িও আটকে পড়ে।

জানা গেছে, দুর্গাপুরের ২৯ নং ওয়ার্ডের অন্তর্গত সগড়ভাঙার একটি বেসরকারি কারখানার কর্মী ওমপ্রকাশ সিং শনিবার রাতে নাইট ডিউটি করতে কারখানায় আসছিলেন। সগড়ভাঙার গোলপার্ক এলাকা দিয়ে আসার সময় ওমপ্রকাশবাবু একটি নির্মীয়মাণ ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হন। ওমপ্রকাশবাবুর চোখ ও শরীরের বিভিন্ন অংশে লোহার রড ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি ওমপ্রকাশ সিংকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে এবং পরে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এই ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের সঙ্গে স্থানীয় মানুষও ক্ষোভে ফেটে পড়ে দোষী কন্ট্রাক্টরের গ্রেফতার এবং ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করেন। শেষমেশ সংশ্লিষ্ট কন্ট্রাক্টর এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।



Like Us On Facebook