অষ্টমীর রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম যুবক অভিষেক কুমার রাওয়ানির জন্য দুর্গাপুরে রাস্তায় নেমে অভিষেকের বন্ধুরা রীতিমত ব্যানার নিয়ে পথ চলতি মানুষের কাছে সাহায্য চাইছেন। অভিষেক আসানসোলের কল্যাণপুরের বাসিন্দা। আর অভিষেকের বন্ধুরা থাকেন দুর্গাপুরের ভিড়িঙ্গী এলাকায়। অষ্টমীর রাতে অভিষেক ও তাঁর আর এক বন্ধু কল্যাণপুর এলাকায় বাইক দুর্ঘটনায় ওভার ব্রিজের নীচে পড়ে গুরুতর জখম হন। অন্যজন সামান্য আঘাত পেলেও অভিষেকের অবস্থা সঙ্কটজনক, তাই অভিষেকের বন্ধুরা অভিষেককে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে বলে দাবি করেন।
অভিষেকের বন্ধুদের দাবি, অভিষেকের মাথা, ঘাড় ও মুখে গুরুতর আঘাত লেগেছে। অভিষেককে সুস্থ করতে খরচ প্রচুর। কিন্তু এত টাকা নেই অভিষেকের পরিবারের এবং বন্ধুদের। তাই পরিবার এবং অভিষেকের বন্ধুরা সাধ্যমত আর্থিক সাহায্য করার পাশাপাশি অভিষেককে সুস্থ করতে এবং ব্যয়বহুল চিকিৎসা খরচ তুলতে তাঁরা পথে নেমেছেন। অভিষেকের আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস্ দিয়ে অভিষেককে সুস্থ করতে মঙ্গলবার রাতে দেখা গেল অভিষেকের বন্ধুরা দুর্গাপুরের নাচন রোডে সাহায্যের কৌটো বাড়িয়ে দিচ্ছেন পথ চলতি মানুষ থেকে দোকানদারদের কাছে। অনেক পথ চলতি মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন আবার অনেকে এইভাবে সাহায্য চাওয়ার সত্যতা যাচাই করছেন আবার কেউ কেউ ট্রাফিক নিয়ম ভেঙে বাইক চালানোর অভিযোগ তুলে কটুক্তি করছেন, কিন্তু অভিষেকের বন্ধুদের ওসব কথায় কান নেই। তাঁদের এখন একটাই লক্ষ্য যেকোনো মূল্যে বন্ধু অভিষেককে বাঁচাতে হবে।