বাসে ভাড়া দিয়ে কন্ডাক্টরের কাছে টিকিট চাওয়াই অপরাধ হয়েছিল ৫৮ বছর বয়ষ্ক বাবুলাল ভূঁইমারির। সেই নিয়ে তুমুল বচসা বাস কন্ডাক্টরের সঙ্গে। বৃহস্পতিবার ঠাকুর দেখে স্ত্রীকে সঙ্গে নিয়ে এ-জোনের একটি মিনি বাসে বাড়ি ফিরছিলেন বাবুলাল। টিকিট নিয়ে বচসার জেরে কোকওভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজের কাছে মিনি বাসটি পৌঁছলে বাস থেকে কন্ডাক্টর বাবুলাল ভূঁইমারিকে ঠেলে ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর বাসচালক দ্রুত গতিতে বাস চালিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ বাবুলালের স্ত্রীর। কিন্তু বাবুলাল ভূঁইমারির স্ত্রী কন্ডাক্টরকে চেপে ধরে বাস থামান এবং বাস থেকে নেমে স্থানীয় মানুষের সাহায্য বাবুলালবাবুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।
যদিও বাস ইউনিয়নের কর্তা কাজল দাস বাসযাত্রী বাবুলাল ভূঁইমারিকেই দোষী সাব্যস্ত করতে বাবুলাল মদ্যপ ছিলেন বলে দাবি করেন। পাশাপাশি যাত্রীকে বাস থেকে ঠেলে ফেলা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট বাস কন্ডাক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এই ঘটনায় স্তম্ভিত গোটা শহর। শহরবাসী প্রশ্ন তুলেছেন, একজন বাস যাত্রী সঠিক ভাড়া দিয়ে টিকিট চাওয়া কি অপরাধ? ঘটনার পর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে দুর্গাপুরের বাস কর্মীদের ব্যবহার।