পুজোর আনন্দের মধ্যেই বিষাদের ছায়া দুর্গাপুরে। রবিবার অষ্টমীর রাতে দুষ্কৃতীদের হাতে এক মহিলা নিজের বাড়ির মধ্যে খুন হলেন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ধান্ডাবাগ কালিতলায়। মৃতার নাম অঞ্জলি ব্যানার্জী ( ৪৩)। অঞ্জলিদেবীর স্বামী আগেই মারা গেছেন। বাড়িতে তিনি একাই থাকতেন।
জানা গেছে, রবিবার রাতে পড়শিদের সঙ্গে গল্পগুজব করে বাড়িতে শুতে যান। সোমবার সকালে ঘুম থেকে না উঠায় পড়শিরা জানলা দিয়ে দেখেন বাড়ির বিছানায় নগ্ন অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে অঞ্জলিদেবীর। এরপরেই স্থানীয় কাউন্সিলর সুশীল চট্টোপাধ্যায় ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
স্থানীয় কাউন্সিলর সুশীল চট্টোপাধ্যায় বলেন, ‘মনে হচ্ছে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মহিলা বাড়িতে একাই থাকতেন। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা রাতে মহিলার বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে খুন করেছে বলে মনে হচ্ছে। আমরা পুলিশের উপর আস্থা রাখছি। পুলিশ ঠিক দুষ্কৃতীদের ধরবে।’