মূক ও বধির কিশোরীকে শিক্ষার আলো দিতে বর্ধমানের ডাঃ শৈলেন্দ্র নাথ মুখার্জী মূক-বধির স্কুলে পঠনপাঠনের জন্য শনিবার পাঠাচ্ছেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। শুক্রবার দুর্গাপুরের ধোবিঘাটের মূক ও বধির কিশোরী শ্রীলেখাকে নিয়ে তার মা সুনীতি চক্রবর্তী মহকুমাশাসকের সঙ্গে দেখা করে শ্রীলেখার পড়াশুনার উচ্ছাকাক্ষার কথা জানান। স্বামী হারা ও ছেলেরা বেরোজগেরে এবং রোগগ্রস্ত, চা-চপ বিক্রি করা সুনীতি দেবী তাই কি ভাবে মূক ও বধির মেয়ের পড়াশুনার ইচ্ছা পূরণ করবেন সেই দিশা পাচ্ছিলেন না। মেয়ের ইচ্ছা পুরণে মহকুমাশাসকের দারস্থ হওয়ায় মুশকিল আসান করলেন মহকুমাশাসক শ্ঙ্খ সাঁতরা স্বয়ং। জানা গেছে শ্রীলেখা পাঁচ বছর বয়সে এক পথ দূর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে হঠাৎ মূক ও বধির হয়ে পড়ে। লেখা পড়া ছাড়াও খেলাধূলো ও হাতের কাজে অত্যন্ত পটু শ্রীলেখা পড়াশুনা শিখে নিজের পায়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। প্রতিবন্ধী কিশোরীর অদম্য জেদে মা সুনীতিদেবী দিশাহারা। অর্থবল না থাকায় মেয়ের সেই স্বপ্ন পুরণ করতে না পারায় মেয়ে শ্রীলেখা এক দিন আত্মহত্যার চেষ্টা করে বসে। সেই খবর শুনে মহকুমাশাসক শ্রীলেখার পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নেন। শ্রীলেখাকে জামাকাপড় ও অর্থ দিয়েও সাহায্য করেন মহকুমাশাসক নিজে। শ্রীলেখা কথা বলতে না পারলেও তার ইশারায় মহকুমাশাসক তার স্বপ্ন পুরণ করায় খুশীর কথা জানায়।
Like Us On Facebook