সুতলি, প্লাস্টিক, লোহার ছাঁট, কাগজ সহ বিভিন্ন জিনিষের প্রতিমা গড়ে দর্শকদের চমকে দেওয়ার পর দুর্গাপুরের পলাশডিহার তরুণ সংঘ এবার সেগুন কাঠের প্রতিমা তৈরি করে দর্শকদের আরও একবার চমকে দিতে চায়। বসিরহাটের বাসিন্দা শান্তিনিকেতনের শিল্পী অরিন্দম মন্ডল বসিরহাট থেকে প্রায় ছয় মাসের অধিক সময় ধরে আস্ত সেগুন কাঠের গুঁড়ি থেকে তিলে তিলে মা দুর্গার পরিবারের রূপ ফুটিয়ে তুলেছেন। অরিন্দমবাবুর সেই সৃষ্টি পলাশডিহার তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি পুজো মণ্ডপে দর্শকদের কাছে তুলে ধরেছেন।

জানা গেছে, এবছর তরুণ সংঘের দুর্গা পুজো ৪৩ বছরে পদার্পণ করল। এবার প্রায় ১০ লাখ টাকার বাজেটে পুজো করছে তরুণ সংঘ দুর্গাপুজো কমিটি। লণ্ডন ব্রিজের আদলে মন্ডপ সজ্জা হয়েছে। থার্মোকলের উপর রঙ দিয়ে মণ্ডপ সজ্জা করছেন বুদ্ধদেব কর্মকার। কিন্তু পঞ্চমীর বিকেলে গিয়ে দেখা গেল বৃষ্টি থেকে মণ্ডপ বাঁচাতে পুজো উদ্যোক্তারা মণ্ডপটিকে প্লাস্টিকের চাদরে ঢেকে দিয়েছেন। পুজো কমিটির সদস্য শুভঙ্কর পান্ডা বলেন, ‘শিল্পী অরিন্দম মন্ডল যেভাবে নিখুঁত ভাবে সেগুন কাঠ কেটে দুর্গা প্রতিমা তৈরি করছেন তা এক অন্যবদ্য শিল্প সৃষ্টি। এই সৃষ্টির সংরক্ষণ প্রয়োজন। তাই পুজোর পর আমরা সেগুন কাঠের তৈরি দুর্গা প্রতিমার সংরক্ষণ করতে দুর্গাপুর মহকুমাশাসকের দ্বারস্থ হব।



Like Us On Facebook