ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় এবার দুর্গাপুর পুলিশ কড়া পদক্ষেপ নিল। মঙ্গলবার রাতে মারধরের ঘটনায় ছয়জনকে কোকওভেন থানার পুলিশ গ্রেফতার করে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। গত কয়েকদিন ধরেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে বিভিন্ন নিরীহ নিরপরাধ লোকজনদের উপর মারধরের ঘটনা ঘটছিল। পুলিশ খবর পেয়ে বিভিন্ন এলাকায় ছুটে গিয়ে আক্রান্তদের উদ্ধার করে। ক্রমে এই ধরণের অমানবিক ঘটনা ঘটেই চলছিল শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে। দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় এই ধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কোকওভেন থানার বিভিন্ন এলাকায় বেশ কিছু মানুষ ছেলেধরার আতঙ্কে রাত পাহারা দেওয়া শুরু করেছে। কোকওভেন থানার পুলিশ বারবার আইনকে নিজের হাতে তুলে না নিয়ে সন্দেহভাজনদের পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন নিবেদন করলেও এক শ্রেণির মানুষ পরিকল্পনা করেই এলাকায় গুজব ছড়াতে থাকে।

মঙ্গলবার রাতে দুর্গাপুর স্টেশন বাজার এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বেশকিছু মানুষ তাঁকে আটকে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে। এবং স্থানীয় ছয় ব্যক্তিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করে। বুধবার পুলিশ তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। যদিও ধৃতরা তাঁদের নির্দোষ বলে দাবি করে।

দুর্গাপুরের স্টেশন বাজার এলাকায় ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় কয়েকজনকে গ্রেফতারের কথা স্বীকার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং বলেন, ‘গুজবে কান না দেওয়ার বিষয়ে আমরা মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার করছি। মানুষ আগের তুলনায় এখন অনেক সচেতন হয়েছে। কোথাযও ছেলেধরা সন্দেহে কাউকে আটক করলে সচেতন স্থানীয় মানুষই পুলিশকে খবর দিচ্ছে। আমরা তাঁকে উদ্ধার করছি। তবে যারা আইনকে হাতে তুলে নিচ্ছেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও‌ নেওয়া হচ্ছে বলে দাবি করেন পুলিশ কমিশনার।

Like Us On Facebook