পূর্ব বর্ধমানের মেমারিতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে মেমারি হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। মৃতের নাম উদয় মন্ডল। বয়স আনুমানিক ৬০। মৃতের বাড়ি মেমারির কালীতলা পাড়ায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে বলে জানা গেছে।
জানা গেছে, সোমবার প্রশান্ত মন্ডল নামে এক ব্যক্তির ব্যাগ চুরি হয়। ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিল। উদয় মন্ডল নামে ওই ব্যক্তি ব্যাগ চুরি করেছে বলে সন্দেহ হয় প্রশান্ত সহ স্থানীয় কিছু ব্যবসায়ীর। তাঁরা উদয় মন্ডলকে মারধর শুরু করে। গণপ্রহারে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। খবর পেয়ে মেমারি থানার পুলিশ গিয়ে প্রশান্ত সহ তিনজনকে আটক করেছে।
Like Us On Facebook