দুর্গাপুরের স্টেশন বাজার এলাকায় একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়লে দু’জন গুরুতর আহত হলেন। পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। রবিবার রাত ১১ টা নাগাদ জনবহুল বাজার এলাকায় বাড়ি ধ্বসে যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে।
সোমবার সকালে গিয়ে দেখা যায় বাড়িটির একাংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। আহতদের চাপ চাপ রক্তের দাগ স্পষ্ট দেখা যায় ছাদের ভেঙে পড়া চাঙরে। ধ্বসে যাওয়া বাড়ির নীচে একটি দর্জির দোকান ছিল। দোকানের সেলাই মেশিন সহ পুজোয় অর্ডার অনুযায়ী তৈরি হওয়া সমস্ত শার্ট-প্যান্ট ছাদের খসে পড়া চাঙরের নীচে চাপা পড়ে যায়। টেলারিং শপের মালিক বললাম সিকদার বলেন, ‘এই বাড়িতে পঞ্চাশ বছর ধরে দোকান চালাচ্ছি। দীর্ঘদিন বাড়িটির কোন মেরামতি হয় নি। পুরানো বাড়ি কেবলমাত্র সংস্কারের অভাবে ধ্বসে গিয়ে আমার প্রচুর ক্ষয়ক্ষতি হল।’ জানা গেছে ওই বাড়ির দোতলার ঘরে দুই ব্যক্তি ছিলেন। ছাদ ধ্বসে যাওয়ার ফলে তাঁরা গুরুতর আহত হন।