দুর্গাপুরে জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মহিলার। গুরুতর জখম তিন জন। তাঁদের মধ্যে একজন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী পর্বতারোহী কালীসাধন ঘটকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। মৃত দুই মহিলা হলেন চন্দনা শ্যাম (৫৫) ও ডলি বাদ্যকর (৩৫)। আহতরা হলেন বিধান চন্দ্র দাস, টুম্পা বাদ্যকর ও পর্বতারোহী কালীসাধন ঘটক। কালীসাধনবাবুই গাড়ি চালাচ্ছিলেন। মৃত ও আহতরা সকলেই দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা।
দুর্ঘটনাগ্রস্থদের ঘনিষ্ঠ বিশ্বজিৎ দে বলেন, ‘পর্বতারোহী কালীসাধনবাবু টিম নিয়ে মানালি অভিযান সেরে মঙ্গলবার সকালেই দুর্গাপুরে ফেরেন। মঙ্গলবার রাতে দুর্গাপুরের বিধান নগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার এক বৈঠকে যোগ দিয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের নিয়ে মারুতি ভ্যানে গোপাল মাঠে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন কালীসাধনবাবু নিজেই। জাতীয় সড়ক ধরে তাঁদের গাড়ি গোপাল মাঠ কাদা রোডের ওভার ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান দুই মহিলা।’ খবর পেয়ে ওয়াড়িয়া ফাঁড়ির পুলিশ গিয়ে কালীসাধনবাবু সহ বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।