কারখানার বর্জ্য পদার্থ মিশে শ্মশান সংলগ্ন কুয়োর জল দূষিত হয়ে পড়ায় শবদাহ করে স্থানীয় মানুষ স্নান করতে পারছেন না বলে অভিযোগ। কুয়ো সংস্কারের দাবিতে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরায় স্থানীয় মানুষ আন্দোলনে নামার হুমকি দিলেন।

স্থানীয় মানুষের অভিযোগ, ঝাঁঝরা গ্রামের মানুষ যে শ্মশানে শবদাহ করেন সেই শ্মশানের পুকুর থাকলেও সেই পুকুরে দীর্ঘদিন ধরেই জল নেই। শ্মশানে দাহ কার্য সারতে আসা মানুষজনের কাছে স্নানের জন্য শ্মশান সংলগ্ন একটি প্রাচীন কুয়োই ভরসা। আর ওই কুয়োর গা ঘেঁষেই রয়েছে একটি আয়রন ফ্যাক্টরি, সুপার আয়রন ফাউন্ডারি লিমিটেড। ওই কারখানার বর্জ্য পদার্থ মিশে কুয়োর জল দুষিত হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয় মানুষের।

স্থানীয় মানুষজন বলেন, ‘কারখানার বর্জ্য পদার্থ মিশে কুয়োটি দুষিত হয়ে পড়ায় কারখানা কর্তৃপক্ষ কুয়োটি সংস্কার করে দেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে কারখানা কর্তৃপক্ষ জানায়, কুয়ো সংস্কারের টাকা তারা স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতাকে দিয়ে দিয়েছেন। এরপরেই ক্ষোভে ঘৃতাহুতি পড়ে স্থানীয় মানুষের। ক্ষোভে ফেটে পড়েন মানুষজন। স্থানীয় মানুষ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুজিত মুখার্জীকে এই বিষয়ে প্রশ্ন করলে সুজিত মুখার্জী জানান, বিষয়টি আমি শুনেছি। আমার সঙ্গে কথা হয়েছে কারখানা কর্তৃপক্ষের। আমি খুব শীঘ্রই কুয়োটি সংস্কার করিয়ে দেওয়ার ব্যবস্থা করব।’

Like Us On Facebook