দুর্গাপুরের বাসিন্দা এক হোটেল ব্যবসায়ী রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এরই মধ্যে রবিবার সাত সকালে তাঁর লিজ নেওয়া গাড়ি এবং গাড়ির মধ্যে একটি চটি ও কাগজপত্র লন্ডভন্ড অবস্থায় পাওয়া যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরুর বাসিন্দা হোটেল ব্যবসায়ী সরাফৎ আলি গত ২২ তারিখ রাত দশটা নাগাদ সিটি সেন্টারের বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হন। ওই দিন রাত এগারোটা নাগাদ তাঁর মোবাইল সুইচ অফ হয়ে যায়। এরপর তাঁর সঙ্গে তাঁর স্ত্রীর যোগাযোগ ছিন্ন হয়ে যায়। রবিবার সাত সকালে সরাফতের লিজ নেওয়া গাড়িটি এবং গাড়ির ভিতর থেকে তাঁর একটি চটি ও বেশকিছু কাগজপত্র গাড়িতে লন্ডভন্ড অবস্থায় উদ্ধার হয়। পুলিশ গাড়িটিকে সিজ করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, ওই হোটেল ব্যবসায়ীর বাঁকুড়ায় একটি হোটেল আছে। এবং সরাফৎ আলি অপর্ণা সাহা নামে এক মহিলার কাছ থেকে দুটি গাড়ি লিজে নিয়েছিলেন। যার একটি রবিবার সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দান এলাকা থেকে উদ্ধার হয়। সরাফৎ আলির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ তারিখ রাতে সরাফৎ আলি নগদ দশ-বারো লক্ষ টাকা নিয়ে বের হয়েছিলেন। সরাফৎ আলির পরিবারের অভিযোগ, রাতে সরাফৎ-এর কাছে নগদ প্রচুর টাকা থাকায় দুষ্কৃতীরা সরাফৎকে অপহরণ করে নিয়ে গেছে। পুলিশ রহস্য উন্মোচন করতে গোটা ঘটনার তদন্তে নেমেছে।