কেবলমাত্র সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনই নয়। এবার পথ চলতি মানুষকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের পুলিশ বাইক আরোহী থেকে ট্রাক-বাস চালক সকলের হাতে রাখি পরিয়ে জনসংযোগ বৃদ্ধির চেষ্টা করল। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব উপলক্ষে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড়ে দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে দুর্গাপুর থানার ওসি গৌতম তালুকদার পথ চলতি মানুষকে দাঁড় করিয়ে হাতে রাখি পরিয়ে দেন। ওসির সঙ্গে সঙ্গে অন্যান্য মহিলা পুলিশ কর্মীরাও পথ চলতি মানুষজনকে রাখি পরায়। সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে পথ চলতি মানুষজনদের ট্রাফিক গাইড সম্বন্ধীয় একটি পুস্তিকাও উপহার দেওয়া হয় বলে জানা গেছে।
দুর্গাপুর নগর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর বাজারের চৌমাথা মোড়ে এলাকার পৌরমাতা রুমা পাড়িয়াল দুর্গাপুর বাজারে আসা সমস্ত মানুষজনদের ও পথচলতি মানুষদের রাখি পরিয়ে দেন। এদিন পৌরমাতা রুমা পাড়িয়ালের সঙ্গে রাখি বন্ধন উৎসবে সামিল হন এলাকার বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডেও এদিন দুর্গাপুর পুরসভার কাউন্সিলর ও মেয়র পারিষদরা জনসংযোগ কর্মসূচি পালন করতে পথ চলতি মানুষজনদের হাতে রাখি পরিয়ে দেন।