পরিবেশ রক্ষায় এঁরা সারা বছর গাছ বাঁচানোর জন্য কাজ করেন। মূলত গাছের রক্ষণাবেক্ষণে গাছে কোন হোর্ডিং বা পেরেক কেউ পুঁতলে তা তুলে ফেলে তার প্রতিবাদ করেন। গাছই এঁদের প্রাণ। গাছই এঁদের ধ্যানজ্ঞান। দুর্গাপুরের অম্বুজা এলাকায় এঁদের প্রায়ই দেখা যায় গাছ থেকে পেরেক বা হোর্ডিং উপড়ে ফেলতে। ১১ জন সদস্য মিলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন করে শহরের বিভিন্ন প্রান্তে গাছ বাঁচাতে দিনরাত এক করছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বৃহস্পতিবার একদিকে দেশের স্বাধীনতা দিবস। অপরদিকে রাখি বন্ধন উৎসব। দুর্গাপুরের ওই স্বেচ্ছাসেবী সংগঠনের বোনেরা গাছ-ভাইয়ের দীর্ঘায়ু কামনায় তাই রাখি বন্ধন উৎসবের দিন বৃক্ষ-বন্ধন উৎসব পালন করতে গাছকে রাখি পরিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করলেন। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় ১০ টি গাছে রাখি পরিয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য পাবেল ঘোষ বলেন, ‘গাছ আমাদের বন্ধু। পরিবেশ রক্ষায় গাছ বাঁচাতে আমরা বছরভর কাজ করি। তাই রাখি বন্ধন উৎসবে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের বোনেরা গাছের দীর্ঘায়ু কামনায় গাছে রাখি পরালেন।’