টোটোর বিরুদ্ধে অভিযান বন্ধ ও অভিযানে বাজেয়াপ্ত প্রায় ৫০ টি টোটো নিঃশর্তে ছেড়ে দেওয়ার দাবিতে দুর্গাপুরের টোটো চালক ও তাঁদের পরিবারের লোকজন মঙ্গলবার দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখালেন। প্রশাসনিক নির্দেশে কয়েকদিন আগে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযানে নেমে ৫০ টির মতো টোটোকে আটক করে আইনি ব্যবস্থা নেয়। এর প্রতিবাদে দুর্গাপুরের বিভিন্ন রুটের টোটো চালকরা একজোট হয়ে কয়েকদিন ধরেই দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। মঙ্গলবার ফের আটক করা টোটোগুলি ছাড়ার দাবি সহ টোটো চালকদের অবাধ ভাবে শহরে টোটো চালানোর‌ দাবি নিয়ে টোটো চালক ও তাঁদের পরিবারের লোকজন দুর্গাপুর মহকুমা কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। একসময় প্রবল বৃষ্টি শুরু হতেই পুলিশের ব্যারিকেড ভেঙে টোটো চালকরা মহকুমা শাসকের দফতরে ঢোকার পথে পা বাড়ালে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

টোটো চালক পরিতোষ রায় বলেন, ‘প্রশাসন আমাদের টোটোগুলোকে আটক করে মামলা দায়ের করেছে। টোটো না চালালে‌ আমাদের সংসার অচল হয়ে পড়বে। আমাদের মৃত্যু ছাড়া উপায় নেই। অবিলম্বে প্রশাসন আমাদের টোটোগুলোকে ছেড়ে দিক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো।’ অন্যান্য টোটো চালকরা বলেন আমরা সরকারের কাছে আর্জি করছি যাতে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান অবিলম্বে বন্ধ করে টোটো চালকদের স্বার্থে তাঁদের সরকারিভাবে বৈধতা দেওয়া হয়।

এদিকে এই বিষয়ে দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলেকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যেসব অবৈধ টোটোকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। এবং প্রশাসনিক নির্দেশে ফের সঠিক সময়ে আবার অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান হবে। টোটো চালকরা অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান বন্ধ করার যে দাবি করছেন বা টোটো চালনার যে স্বীকৃতি দাবি করছেন তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। টোটো চালকরা যদি সরকারের কাছে আর্জি জানিয়ে প্রয়োজনীয় নির্দেশ আনতে পারেন তখন সেই নির্দেশ বলবৎ হবে নচেৎ প্রশাসনিক নিয়মেই অবৈধ টোটোর বিরুদ্ধে রুটিন অভিযান চলবে।’


Like Us On Facebook