অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের(এবিভিপি) ছাত্রছাত্রীদের অধ্যক্ষকে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। কলেজের তৃণমূল কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন টিএমসিপির ছাত্রছাত্রীরা বহিরাগতরা কলেজে ডেপুটেশন দেওয়ার অভিযোগ তুলে কলেজে ঢুকতে চাওয়ায় পুলিশ বাধা দেয়। এরপরেই দুই পক্ষের মধ্যে পরস্পর বিরোধী অভিযোগ তুলে বচসা শুরু হয়ে যায়। একসময় ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্ত্বরে। দুই পক্ষই মারমুখী হয়ে পড়লে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারনারেটের পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে এবং পুলিশি ঘেরাটোপে এবিভিপির ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিককে ১২ দফা দাবিতে ডেপুটেশন দেন।

এদিকে এবিভিপির ছাত্রছাত্রীদের ডেপুটেশন দেওয়ার খবর শুনে স্থানীয় ২৩ ও ২৫ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর দেবব্রত সাঁই ও দীপঙ্কর লাহা এলাকায় এবিভিপি ছাত্রছাত্রীদের সঙ্গে দুষ্কৃতীরা ঢুকে আইন-শৃঙ্খলা নষ্ট করছে, অথচ পুলিশ তাদের সাহায্য করছে বলে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কলেজের সামনে সোচ্চার হন। পাশাপাশি পুলিশ টিএমসিপি ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে এবং এবিভিপি কলেজে শৃঙ্খলা নষ্ট করছে বলে অভিযোগ তুলে টিএমসিপির ছাত্রছাত্রীরা কার্যত অধ্যক্ষকে ঘেরাও করেন। দুই স্থানীয় কাউন্সিলর দেবব্রত সাঁই ও দীপঙ্কর লাহা অধ্যক্ষের কাছে পুলিশের লাঠিচার্জ ও এবিভিপির ছাত্রছাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক বলেন, ‘কলেজ ক্যাম্পাসে ঢুকে এবিভিপির চারজনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তার থেকে বেশি কেউ ‌যদি কলেজে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাস সংলগ্ন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাঁই উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিনা অনুমতিতে এবিভিপির ছাত্রছাত্রীদের সঙ্গে দুষ্কৃতীরা হাফ প্যান্ট পরে ঝুলঝোড় মোড় থেকে মিছিল করে কলেজে ঢুকে অধ্যক্ষকে ডেপুটেশন দিল। পুলিশ নিরপেক্ষতা রাখল না। পুলিশের ঘেরাটোপে বহিরাগতরা ডেপুটেশন দিল আর অধ্যক্ষ সেই ডেপুটেশন নিয়ে নিলেন।’

এদিকে এবিভিপি সংগঠনের সদস্যা ধৃতি চ্যাটার্জী বলেন, ‘দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে টিএমসিপির তুঘলকি রাজ বন্ধ করতে আমরা কলেজে এবিভিপিকে প্রতিষ্ঠা করতে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে অধ্যক্ষকে ডেপুটেশন দিলাম। কলেজে এবিভিপির উত্থানে ভয় পেয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।’




Like Us On Facebook