.

দুর্গাপুরের বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক পূর্ণানন্দ রায়ের প্রয়াণের পর তাঁর ইচ্ছায় বাঁকুড়া মেডিকেল কলেজে দেহদান করলেন তাঁর পরিবার। শনিবার দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তিনি দুর্গাপুরের বিধাননগরে ভাস্করাচার্য সরণির বাড়িতে সপরিবারে থাকতেন। পূর্ণানন্দ রায়ের মৃত্যুতে শিল্পাঞ্চলের সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। পূর্ণানন্দ রায়ের ইচ্ছায় দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটিতে তাঁর চোখের কর্ণিয়া দান করা হয় এবং বাঁকুড়া মেডিকেল কলেজে রবিবার তাঁর দেহদান করা হয়।

Like Us On Facebook