.
জাতীয় সড়কের উপর একটি গরুকে বাঁচাতে গিয়ে একটি টাটা সুমোর সঙ্গে একটি ইনোভা গাড়ির সংঘর্ষে পাঁচ জন আহত হল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে পিয়ালা মন্দিরের সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বর্ধমান থেকে আসানসোল গামী একটি একটি টাটা সুমো দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ করে পিয়ালা মন্দিরের সামনে জাতীয় সড়কের উপর একটি গরু চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়ে টাটা সুমোটি গতি কমাতেই পিছনে আসা দ্রুতগামী একটি ইনোভা গাড়ি সজোরে টাটা সুমোর পিছনে ধাক্কা মারলে টাটা সুমোটি উল্টে যায় এবং টাটা সুমোর চালক সহ পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে ইনোভা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। এদিকে দুটি গাড়ির সংঘর্ষে ভীত গরুটি লাফিয়ে পালাতে গিয়ে পিছন থেকে আসা আর একটি গাড়ির ধাক্কায় মারা যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ দুর্ঘটনা গ্রস্থ গাড়িগুলি ও গরুটিকে সরিয়ে পরে জাতীয় সড়ক যানজটমুক্ত করে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?