ঝাড়খণ্ড থেকে জল ছাড়ায় জলের তোড়ে ভেঙে গেল অজয় নদের উপর অস্থায়ী মাটির ব্রিজ। ভেসে গেল যাত্রী পারাপারের অস্থায়ী ফেরিঘাট। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বর্ধমান ও বীরভূমের যাত্রীরা। কারণ ইলামবাজারের দুর্বল সেতুটির জন্য যাত্রী পারাপারের একমাত্র উপায় এই অস্থায়ী মাটির সেতু বা নৌকা যোগে পারাপারের জন্য ফেরিঘাট।
কিন্তু ঝাড়খণ্ড এলাকা থেকে আসা তীব্র জলের তোড়ে ভেঙে যায় অজয় নদের অস্থায়ী মাটির সেতু বা নৌকা পারাপারের ফেরিঘাটটি। ফলে দুই জেলার স্কুল পড়ুয়া থেকে সাধারণ যাত্রী, ব্যবসায়ীরা সকলেই চরম দুর্ভোগে পড়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালে বর্ধমান ও বীরভূমের মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ করে জয়দেবের মেলাসহ বা সারা বছর যাতে নির্বিঘ্নে যাত্রীরা যাতায়াত করতে পারেন তার জন্য সেতু নির্মাণের শিলান্যাস করা হয়েছিল। সেই সেতু নির্মাণের কাজ চলছে। সেতু কবে নির্মাণ সম্পন্ন হবে সেই দিকেই তাকিয়ে এখন দুই জেলার ভুক্তভোগী মানুষ।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?