.
দুর্গাপুর পুরসভার অন্তর্ভুক্ত এলাকায় সঠিক পুর পরিষেবা প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরীব মানুষদের আবাস প্রদান সহ উন্নয়নমূলক কাজ করে দেওয়ার পরিবর্তে শাসকদলের নেতাদের নেওয়া কাটমানি ফেরৎ দেওয়া সহ একগুচ্ছ দাবিতে বুধবার দুর্গাপুরের বিজেপি কর্মীরা দুর্গাপুর পুরসভা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। পুরসভা ঘেরাও কর্মসূচি সফল করতে দুর্গাপুরের বিভিন্ন এলাকার বিজেপি কর্মীরা মঙ্গলবার পথে নামল। দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকায় বিজেপি কর্মীরা এদিন মিছিল করে দুর্গাপুর পুরসভার ঘেরাও কর্মসূচি সফল করার ডাক দেয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook