বড়সড় সাফল্য পেল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানার পুলিশ। গাড়ির চালককে ঝাড়খণ্ডে খুন করে গাড়ি বিক্রি করতে এসে পানাগড়ে কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ল তিন কুখ্যাত দুষ্কৃতি। ঘটনাটি ঘটেছে সোমবার। তিন দুষ্কৃতিকে কাঁকসা থানার পুলিশ ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দিতে সোমবার দুর্গাপুর আদালতে হাজির করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে তিন জন যুবকই বিহার ও ঝাড়খণ্ড এলাকার কুখ্যাত দুষ্কৃতি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার পানাগড়ে জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক স্করপিও গাড়ি ও গাড়ির মধ্যে তিন যুবককে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপরেই স্করপিও গাড়িটিকে পুলিশ আটক করে ম্যারাথন জেরা করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে। পুলিশ জানতে পারে তিন যুবক আসলে বিহার ও ঝাড়খণ্ড এলাকার কুখ্যাত গাড়ি ছিনতাইবাজ। শনিবার রাতে স্করপিও গাড়িটির চালককে খুন করে দেওঘরের কুন্ডা থানা এলাকায় দেহ ফেলে দিয়ে স্করপিওটি ছিনতাই করে বিক্রির উদ্দেশ্যে গাড়িটি নিয়ে পানাগড়ে চলে আসে তিন দুষ্কৃতি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত স্করপিওর চালকের নাম অজয় শাহ (২৯)। জসিডির সিমরিয়া এলাকার বাসিন্দা। কাঁকসা থানার পুলিশ স্করপিও গাড়ির ভিতরে রক্তের দাগ পেয়েছে বলে জানায়। কাঁকসা থানার পুলিশ এরপরেই ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে ধৃতদের ঝাড়খণ্ড পুলিশের হাতে ট্রানজিট রিমান্ডে তুলে দিতে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে সোমবার। পুলিশের দাবি তিন দুষ্কৃতি স্করপিও গাড়ির চালককে খুন করার কথা স্বীকার করেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook