.
মাসভর প্রবল দাবদাহের পর অবশেষে ঝেঁপে বৃষ্টি নামল শিল্পাঞ্চল দুর্গাপুরে। বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিলই সঙ্গে গুমোট গরম। কিন্তু বেলা গড়াতেই আকাশ আরও কালো করে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয় দুর্গাপুর জুড়ে। শিল্পাঞ্চলের মানুষও ক্ষাণিক স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এদিন কিছুক্ষণের তুমুল বৃষ্টির জেরে আপাতত কিছুটা স্বস্তি দুর্গাপুর জুড়ে। এদিন আসানসোল, দুর্গাপুরের পর বর্ধমান শহরেও এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি আসে জনজীবনে। দুই বর্ধমান জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, আপাতত প্রচণ্ড গরম থেকে নিস্তার নেই জেলাবাসীর।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook