.

বাড়ির ছাদে টিন লাগাতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হল। মৃতের নাম বাপি দেবনাথ (৩০)। বাড়ি দুর্গাপুরের বামুনাড়ার বাঁশপাড়ায়। পারিবারিক সূত্রে জানা গেছে, বাপি দেবনাথ পেশায় বাগানে মালির কাজ করতেন। শুক্রবার নিজের বাড়িতে টিনের চাল লাগাতে গিয়ে অসাবধানতাবশত বাপি দেবনাথ বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook