মানিদেবী ঝুনঝুনওয়ালা জনকল্যাণ ট্রাস্টের আওতায় মধ্যবিত্তের সাধ্যের মধ্যে চিকিৎসা পরিষেবা দিতে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল কম খরচে রোগীদের একগুচ্ছ চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। কার্ডিওলজি, জেনারেল সার্জারি, গায়নোকলজি, ইএনটি, আই ও পেডিয়াট্রিক সার্জারি বিভাগে জনকল্যাণ প্রকল্পের আওতায় অত্যন্ত কম খরচে বিশেষজ্ঞ চিকিৎসদের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। জনকল্যাণ প্রকল্পের অন্তর্গত এই বিশেষ চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে ১ জুন থেকে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। সামাজিক দায়বদ্ধতা থেকেই মানিদেবী ঝুনঝুনওয়ালা জনকল্যাণ ট্রাস্ট আইকিউ সিটি হাসপাতালে আগত রোগীদের কম খরচে চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, জনকল্যাণ প্রকল্পের আওতায় এখন হৃদরোগের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যাঞ্জিওগ্রাম করা হচ্ছে মাত্র ৫০০০ টাকায় আবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে ১০,০০০ টাকায়। এছাড়াও হৃদরোগীদের প্রয়োজনীয় বাইপাস সার্জারিও করা হচ্ছে মাত্র ৮৫ হাজার টাকায়। তাছাড়া স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে যেমন মাত্র ২০০০ টাকা নেওয়া হচ্ছে তেমনই সিজারিয়ান প্রসবের ক্ষেত্রে মাত্র ৫০০০ টাকা ও হাইরিস্ক প্রেগন্যান্সির ক্ষেত্রেও চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে মাত্র ৯০০০ টাকায় বলে জানা গেছে। তাছাড়া বেশ কিছু জরুরী অস্ত্রোপচারের ক্ষেত্রেও স্বাভাবিকের থেকে অবিশ্বাস্য কম খরচে রোগীদের অস্ত্রোপচার করানোর সুযোগ দিচ্ছে মানিদেবী ঝুনঝুনওয়ালা জনকল্যাণ ট্রাস্ট।
জানা গেছে, অ্যাপেন্ডিক্স ও হার্নিয়া অপারেশনের ক্ষেত্রে মাত্র ৭০০০ টাকা ও ল্যাপারোস্কপিক সার্জারির ক্ষেত্রে মাত্র ৯০০০ টাকা। গলব্লাডারের ল্যাপারোস্কপিক সার্জারি বা পাইলসের ক্ষেত্রে মাত্র ৯০০০ টাকা নেওয়া হচ্ছে। চক্ষু বিভাগে উল্লেখযোগ্য চিকিৎসা পরিষেবা দিতে নজর কাড়া কম খরচ নিচ্ছে আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গেছে। ছানি অপারেশনে একদিন পর্যবেক্ষণ সহ নেওয়া হচ্ছে মাত্র ৮৫০ টাকা আর আই ফেকো সার্জারির চিকিৎসার ক্ষেত্রে নেওয়া হচ্ছে মাত্র ৬৫০০ টাকা।
জানা গেছে, দূরদুরান্তের রোগীদের হাসপাতালে আসার ক্ষেত্রে হাসপাতালের নিকটবর্তী স্টেশন থেকে হাসপাতালে রোগীকে নিখরচায় আনার ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাছাড়া রোগীর পরিজনদের অত্যন্ত কম খরচে হাসপাতালে থাকা ও খাওয়ার সুব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আইকিউ সিটি হাসপাতালের প্রশাসনিক আধিকারিক মিসাইল দত্ত বর্ধমান ডট কমকে বলেন, ‘মানিদেবী ঝুনঝুনওয়ালা জনকল্যাণ ট্রাস্ট সামাজিক দায়বদ্ধতা থেকেই জনকল্যাণের উদ্দেশ্যে কম খরচে এক গুচ্ছ চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জনকল্যাণ প্রকল্পটি শুরু হয়েছে ১ জুন, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?