অবশেষে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি উদ্যোগ নেওয়ায় দুর্গাপুরের বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করলেন। শুক্রবার জিতেন্দ্র তিওয়ারি বেনাচিতি বাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর নারকেল ফাটিয়ে ফের বাজারের দোকানপাট খোলানোর উদ্যোগ নেন।
জানা গেছে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি ব্যবসায়ীদের সমস্ত রকম দলীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি ব্যবসায়ীদের বলেন, ৩ জুনের ঘটনার দোষী পুলিশ কর্মীদের ইতিমধ্যে পুলিশ কমিশনার শাস্তি দিয়েছেন। তাই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পুলিশকে মেরেছে যে চারজন দোষী ব্যবসায়ী তাঁদেরও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। জিতেন্দ্র তিওয়ারি এদিন প্রকাশ্যে বলেন, ‘দোষী ব্যবসায়ীরা ছাড়া নিরপরাধ কোন ব্যবসায়ীকে পুলিশ হেনস্থা করবে না।’ এই আশ্বাসে ব্যবসায়ীরা ফের দোকানপাট খোলার ব্যাপারে সহমত হন বলে জানা গেছে। এরপর শেষমেশ বেনাচিতি বাজারের মাছ, সবজি এবং ফলের বাজারের ব্যবসায়ীরা দোকান খুলতে শুরু করেন।
এদিকে, ধর্মঘট ও পুলিশের জুলুমের আতঙ্কে চারদিন বেনাচিতি বাজার সহ দুর্গাপুরের বিভিন্ন বাজারে মাছ ও সব্জি আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গৃহস্থের হেঁসেলে টান ধরতে শুরু করে। শনিবার বাঙালির সাধের জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে বাঙালির পাতে মাছ না পড়লে জামাইষষ্ঠীই বৃথা যাবে। জামাইয়ের পাতে মাছ কিভাবে দেওয়া যাবে সেই নিয়ে চিন্তায় ছিলেন শাশুড়িরা। শুক্রবার সেই চিন্তাকে দূরে সরিয়ে বাজার খোলার খবর চাউর হতেই অনেককে বাজারের থলি হাতে বেনাচিতি বাজারে ছুটতে দেখা গেল।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?