তীব্র গরমে শুক্রবার দুপুরে দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের সগড়ভাঙার বাউরি পাড়ায় একটি বিদ্যুতের ট্রান্সফরমার পুড়ে যায়। এলাকার ট্রান্সফরমার পুড়ে যাওয়ার ফলে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রচন্ড গরমে চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। অবিলম্বে বিদ্যুতের দাবিতে এলাকার মানুষ শুক্র ও শনিবার ক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ দেখান। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরী।
পুড়ে যাওয়ার পর ট্রান্সফরমার বদল করেও শুক্রবার রাত পর্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিতে পারেনি ডিপিএলের কর্মীরা। ফলে গোটা এলাকায় আলো ও জলের অভাবে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে বিদ্যুৎ কর্মীদের হেনস্থা করেন বলে অভিযোগে কর্মীরা শুক্রবার রাতে কাজ বন্ধ করে চলে যান বলে জানা গেছে। কিন্তু থানায় হেনস্থার কোন অভিযোগ দায়ের করেনি বিদ্যুৎ কর্মীরা বলে জানা গেছে। শনিবার স্থানীয় কাউন্সিলর অঙ্কিতা চৌধুরীর হস্তক্ষেপে ডিপিএলের কর্মীরা ফের কাজে যোগ দিয়ে ট্রান্সফরমার বদলের কাজ শেষ করেন এবং এলাকায় বিদ্যুৎ ফিরে আসে। বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ায় স্বস্তি ফিরে আসে এলাকায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?