রবিবার সকালে দুর্গাপুরের ফার্টিলাইজার কারখানার সামনে এক পথ দুর্ঘটনায় তিন জন গাড়ির চালক আহত হলেন। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যস্ত রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর বাজার থেকে একটি খালি ডাম্পার মুচিপাড়ার দিকে যাওয়ার সময় ডাম্পারটির সামনের চাকা হঠাৎ করে ফেটে গেলে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা একটি কয়লা বোঝাই ট্রাকের পিছনে ধাকা মারলে ডাম্পার ও ট্রাকটি রাস্তার মধ্যে কিছুটা ঘুরে উল্টো দিকের লেনে উঠে পড়ে। ওই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা পাথর বোঝাই একটি ডাম্পার সজোরে খালি ডাম্পারে ধাক্কা মারলে খালি ডাম্পারটির কেবিন দুমড়ে মুচড়ে গিয়ে ডাম্পারের ভিতর চালক আটক পড়েন। এবং কমবেশি তিনজন গাড়ির চালকই আহত হন। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ দমকল নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। গ্যাস কাটার দিয়ে খালি ডাম্পারের চালককে উদ্ধার করে। স্থানীয় মানুষও উদ্ধার কাজে হাত লাগায়। এই ঘটনার পর ব্যস্ত রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে দিয়ে রাজ্য সড়ক অবরোধ মুক্ত করে।