আগামীকাল, বৃহস্পতিবার বিকেল তিনটায় দুর্গাপুরের এফসিআই কমিউনিটি ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে সভা করবেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর বাংলা উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে ভোটারদের কাছে বাংলার ৪২ টি আসনের ৪২টিতেই তৃণমূল প্রার্থীদের বিজয়ী করতে ভোট প্রার্থনা করবেন। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে হটাতে তীব্র আক্রমণ শানাবেন যে মঞ্চ থেকে, সেই এফসিআই কমিউনিটি হল ফুটবল ময়দানে নির্বাচনী মঞ্চের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বুধবারও জেলা পুলিশ কর্তাদের উপস্থিতে মুখ্যমন্ত্রীর চপারের মহড়া হয়। বুধবার বিকেলে বর্ধমানে রোড-শো করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সিটি রেসিডেন্সি হোটেলে এসে পৌঁছন। মুখ্যমন্ত্রীকে দুর্গাপুরের ভগত সিং স্টেডিয়ামে স্বাগত জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী।

Like Us On Facebook