মডেল ভিলেজের প্রশাসনিক প্রক্রিয়া চলছে জোর কদমে। পাশাপাশি চলছে কলোনীর বাসিন্দাদের মনোবল বাড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন প্রশাসনিক শিবির। শহর থেকে প্রায় বিচ্ছিন্ন দুর্গাপুরের উপর সগড়ভাঙ্গায় কুষ্ঠ কলোনীর বাসিন্দারা দুর্গাপুরের মহকুমাশাসককে কল্পতরু রূপে পেয়ে দীর্ঘ বঞ্চনা ও দৈনন্দিন জীবন যন্ত্রনার কথা ভুলে আবার এক ঝলক আশার আলো দেখছেন। ভিক্ষাবৃত্তি ছেড়ে সকলেই এখন প্রতীক্ষায় আছেন কলোনীতে স্বনির্ভর গোষ্ঠীর কাজ শুরুর।
শনিবার দুর্গাপুরের মহকুমাশাসক মহকুমা প্রশাসনের কর্তাদের নিয়ে কুষ্ঠ কলোনীতে বেশ কয়েকঘন্টা কাটিয়ে এলেন। কুষ্ঠ কলোনীর বাসিন্দাদের অভাব অভিযোগ চাক্ষুষ করলেন। প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে আলোচনাও সারলেন মহকুমা প্রশাসনের অন্যান্য কর্তাদের সঙ্গে। পাশাপাশি এদিন কলোনীর বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও দুর্গাপুর রেডক্রশ সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করলেন কলোনীর বাসিন্দাদের।
প্রশাসনিক সূত্রে জানা গেছে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা মডেল ভিলেজের পাশাপাশি কুষ্ঠ কলোনীর বাসিন্দাদের উন্নততর জীবন দিতে কলোনীতে কো-অপারেটিভ খুলে স্বনির্ভর গোষ্ঠী যাতে কাজ শুরু করতে পারে তার উদ্যোগ নিচ্ছেন। একইসঙ্গে মুড়িভাজা মেশিন, বাতাসা, কদমা, বড়ি এবং বিভিন্ন হাতের কাজের উপকরণ কুষ্ঠ কলোনীর বাসিন্দাদের হাতে তুলে দিতে বিশেষ প্রচেষ্টা চালাচ্ছেন মহকুমাশাসক স্বয়ং।
সুত্র মারফৎ জানা গেছে এরই মধ্যে কুষ্ঠ কলোনী থেকে রেলপাড় পর্যন্ত ২.১ কিমি বেহাল কাঁচা রাস্তাকে পাকা করে প্রধান সড়কের সঙ্গে জুড়তে প্রশাসনিক প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে রয়েছে। কুষ্ঠ কলোনীর বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য একটি সিএনজি অটো কলোনীর কোন একজনকে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া চলছে জোর কদমে। তাছাড়া কলোনীর বাসিন্দাদের জন্য একটি আইসিডিএস সেন্টার ও মনোরঞ্জনের জন্য একটি পার্ক তৈরি করে দিতে চায় এনএসপিসিএল কর্পোরেট সংস্থা। মহকুমাশাসকের অনুরোধে সাড়া দিয়ে অ্যালস্ট্রম নামের বেসরকারি সংস্থা কলোনীতে দু’টি পুকুর খনন করে দিচ্ছে মাছ চাষের জন্য।
একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত করতে শনিবার কুষ্ঠ কলোনীতে গিয়ে মহকুমা প্রশাসনের আধিকারিক, মহকুমা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও বেসরকারি বিভিন্ন শিল্প সংস্থার কর্তাদের নিয়ে কার্যত উচ্চপর্যায়ের বৈঠক করলেন মহকুমাশাসক। হাতের কাছে চাঁদের হাট পেয়ে নাচ, গান সহ ভালবাসা উজাড় করে দিল কুষ্ঠ কলোনীর আট থেকে আশি।