অবাধ ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে দুর্গাপুরের মহকুমাশাসক তথা নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন দুর্গাপুরের বামফ্রন্ট কর্মীরা। বৃহস্পতিবার সিটি সেন্টারে বামফ্রন্ট কর্মীরা বিশাল মিছিল বের করে দুর্গাপুর মহকুমা কার্যালয়ে গিয়ে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে সোচ্চার হন।
সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, গত দুর্গাপুর পুরসভা নির্বাচনে দুর্গাপুরের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। দুর্গাপুরের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে নি। শাসকদল পুরসভার দখল নিতে শিল্পাঞ্চলের লোহা মাফিয়া, কয়লা মাফিয়াদের দিয়ে ভোট লুট করে। পঙ্কজবাবুর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে শিল্পাঞ্চল দুর্গাপুরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে অবিলম্বে শাসক দলের আশ্রিত লোহা-কয়লা মাফিয়া ও দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। নির্বাচনে রাজ্য পুলিশ নয়, প্রতিটি বুথে ভোটারদের অবাধ ও সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে। বামফ্রন্ট কর্মীরা পরে দুর্গাপুরের মহকুমাশাসক তথা নির্বাচনী রিটার্নিং অফিসার অনির্বাণ কোলের হাতে একটি দাবি পত্র দেন। মহকুমাশাসক বামফ্রন্টের দাবি পত্রটি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন বলে জানা গেছে।