.
আমি টুপি পরিও না আর কাউকে টুপি পরাইও না। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি এলাকায় প্রচারে এসে একথা বলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। শুক্রবার পান্ডবেশ্বরের কয়লা অঞ্চলের কাঠফাটা রোদে হুড খোলা জিপ চালিয়ে প্রচারে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন বাবুল সুপ্রিয়। শুক্রবার বাবুল সুপ্রিয় চড়া রোদ উপেক্ষা করেই কয়লা অঞ্চলের খোট্টাডিহি কোলিয়ারির বিভিন্ন এলাকায় নিজেই হুড খোলা জিপ চালিয়ে প্রচার সারেন। বাবুলকে হাতের মুঠোয় পেয়ে স্থানীয় মানুষ তাঁদের বিভিন্ন অভাব অভিযোগের কথা বলেন এদিন। বাবুল তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন
Like Us On Facebook