শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস মনোনয়ন জমা দিলেন। বর্ধমান স্টেশন থেকে বাদ্যযন্ত্র সহকারে মিছিল করে প্রার্থীকে নিয়ে বিজেপি কর্মী-সমর্থকরা কার্জনগেট পর্যন্ত আসেন। এরপর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগীর কাছে মনোনয়ন দাখিল করেন।

শুক্রবার বর্ধমান স্টেশন থেকে মিছিল করে জেলাশাসককের দফতরে মনোনয়ন জমা করতে আসেন বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা অস্ত্র হাতে মিছিলে হাঁটেন। তৃণমূলের তরফে জেলাসভাপতি স্বপন দেবনাথ জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। যদিও বিজেপির তরফে সমস্ত ঘটনা অস্বীকার করা হয়েছে। তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook