তিন শিশুকে খালি গায়ে হনুমান সাজিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরীর প্রচার মিছিলে হাটানোর প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার বিজেপির গুণীজন সেলের নেতারা।
বিজেপির গুণীজন সেলের কর্মকর্তা অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ড থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরী প্রচার মিছিল বের করেন। মমতাজ সংঘমিতা নিজে হুড খোলা জিপে দাঁড়িয়ে করজোড়ে ভোট প্রার্থনা করেছেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভোটারদের কাছে। মিছিলে খোল-করতাল-ব্যান্ড পার্টি-নকুলদানা সব যেমন ছিল আকর্ষনীয় তেমনই মিছিলে তিন শিশুকে গায়ে কাদা ও মুখে কালি দিয়ে হনুমান সাজিয়ে প্রখর রোদে মিছিল হাঁটানো হয়। এটা খুব অমানবিক বিষয় বলে আমরা মনে করছি।’ অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ভারতীয় জনতা পার্টির গুণীজন সেলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরীর এই অমানবিক আচরণের বিরুদ্ধে তীব্র নিন্দা করছি। আমরা ভারতীয় নির্বাচন কমিশনের কাছে এর প্রতিবাদে অভিযোগ জানাচ্ছি।’
অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নস্যাৎ করে দিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরী বলেন, ‘আমি দেখিনি মিছিলে শিশুরা হনুমান সেজে হেঁটেছে কিনা। তবে শিশুরা তো এই ধরণের সাজ সাজে। তাতে দোষ কি?’
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন