গুড়বাতাসা বা পাচন নয় এবার বীরভূমের অনুব্রত মণ্ডলের নির্বাচনী দাওয়াই নকুল দানায় মজল দুর্গাপুর শিল্পাঞ্চল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা বৃহস্পতিবার দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় থেকে হুডখোলা জিপে ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা হয়ে ২১ নং ওয়ার্ড পর্যন্ত বর্ণাঢ্য প্রচারে ঢাক-ঢোল-করতাল ব্যান্ড পার্টির সঙ্গে অনুব্রত মণ্ডলের নির্বাচনী দাওয়াই নকুল দানা বিলি করলেন রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে।
প্রার্থী মমতাজ সংঘমিতা যদিও নিজে হুড খোলা জিপে দাঁড়িয়ে করজোড়ে রাস্তার ধারে দাঁড়ানো ভোটারদের কাছে ভোট প্রার্থনা করলেন অন্যদিকে দলীয় কর্মীরা প্রখর রোদ উপেক্ষা করেই হাসি মুখে গাড়িতে বসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভোটারদের নকুল দানা বিলি করলেন। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় সাদা নকুল দানা বিলি করলেও বেনাচিতির ধুনরা প্লট এলাকায় সবুজ নকুল দানা বিলি করা হয় এদিন।
দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন