.

রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয় এলাকাবাসীর বিক্ষোভে সোমবার তিনঘন্টা উৎপাদন ও পরিবহণ বন্ধ রইল ঝাঁঝরার এমআইসি খনিতে। সোমবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় মানুষ জড়ো হয়ে খনির উৎপাদন ও পরিবহণ ব্যবস্থা স্তব্ধ করে দিয়ে কুলবনি গ্রামে অবিলম্বে বেহাল রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ খনির কয়লা ডাম্পারের মাধ্যমে পরিবহণের ফলে কুলবনি গ্রামের রাস্তা বেহাল হয়ে পড়েছে। অথচ ইসিএল কর্তৃপক্ষ রাস্তা মেরামত করার কোন উদ্যোগ নিচ্ছে না। স্থানীয় মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগে পড়ছেন। বেহাল রাস্তায় প্রতিদিন দুর্ঘটনাও ঘটছে। স্থানীয় মানুষের অভিযোগ, বার বার ইসিএল কর্তৃপক্ষকে বলেও কোন ফল না মেলায় আমরা এবার বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিয়েছি। যদিও ইসিএল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের অভিযোগ নিয়ে কিছু বলতে অস্বীকার করে।

Like Us On Facebook