ট্রাভেল এজেন্সি খুলে প্রতারণার অভিযোগ উঠল আসানসোলের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ধীরেন চন্দ্র নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 419, 420, 406, 467, 468 ও 120B ধারায় মামলা রুজু করেছে পুলিশ।