পুরানো বাসনপত্র ও গহনা পরিষ্কার করার পাউডার বিক্রি করার নামে বাড়ি থেকে গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা। দুর্গাপুরের ইস্পাত নগরীর ঘটনা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা গেছে, শুক্রবার দুই যুবক বাসনপত্র এবং সোনা পালিশের পাউডার বিক্রি করার নাম করে দুর্গাপুর ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকার এক অবসরপ্রাপ্ত ইস্পাত কারখানার কর্মী অরূপ চৌধুরীর বাড়িতে যায়। সেই পাউডারের মাধ্যমে কিভাবে অতি সহজে বাসনপত্র চকচকে করা যায় তা দেখায়। তখনই ওই দুই যুবক অরূপ বাবুকে আরও জানায় এই পাউডারের মাধ্যমে সোনার গহনাও দ্রুত ঝকঝকে করা যাবে। ওই দুই যুবকের প্রলোভনে পা দিয়ে সোনার চেন এবং আংটি ওই দুই যুবককে দেওয়া হয়। তারই মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে বলে অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীকে এবং তাঁর পরিবারের সদস্যদের চোখে ধুলো দিয়ে নিমিষের মধ্যে প্রায় দু’লক্ষ টাকা মূল্যের সোনার চেন ও আংটি নিয়ে চম্পট দেয় ওই দুই যুবক। চিৎকার করতে থাকেন ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী, ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ দুষ্কৃতিদের‌ ধরতে জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook