দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের জয় বাংলা মিষ্টি দোকানটি রবিবার বিকেলে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল। দমকলের একটি ইঞ্জিন সহ স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আগুনের লেলিহান শিখা পুরো মিষ্টির দোকানটিকে গ্রাস করে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে মিষ্টির দোকানটিতে ভাজাভুজি করার সময় দোকানের উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের সমস্ত জিনিসপত্রে আগুন ধরে যায়। তারপর সেই আগুনের লেলিহান শিখা গোটা দোকানটিকে নিমিষেই ভস্মীভূত করে দেয়। প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।
Like Us On Facebook