দুর্গাপুর ও আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করল বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। কোথাও কেক কেটে আবার কোথাও আলোচনা চক্র আবার কোথাও কোথাও সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল মহিলাদের অথবা সমাজের পিছিয়ে পড়া মহিলাদের জীবন সংগ্রামকে প্রাধান্য দিয়ে সন্মান জানাতে কুর্নিশ করল বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
দুর্গাপুরের জাংশন মল কর্তৃপক্ষ আন্তর্জাতিক নারী দিবসে সমাজের সর্বস্তরের নারীদের অবদানকে সম্মানিত করতে শিল্পাঞ্চলের আটজন বিশেষ পেশার সঙ্গে যুক্ত মহিলাকে ‘জাংশন সম্পূর্ণা সম্মান’ তুলে দেন। সগড়ভাঙ্গাঙার বাসিন্দা দুর্গাপুরের প্রথম টোটো চালক লক্ষী দে দত্ত, ন্যাশনাল লেভেল প্যারা সুইমার অনামিকা গড়াইকে যেমন যেমন সম্মানিত করা হয় তেমনই দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর পুরসভার কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী মণি দাশগুপ্ত বা দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের আধিকারিক তথা বিশিষ্ট লেখিকা সংঘমিত্রা দাশগুপ্ত, বিশিষ্ট ব্যবসায়ী স্নেহলতা দত্ত, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ঝিলাম মুখার্জি ও দুর্গাপুরের প্রথম বেসরকারি উদ্যোগে ম্যানেজমেন্ট কলেজের পথ প্রদর্শক শিউলি মুখার্জীকে জাংশন সম্পূর্ণা সম্মানে সম্মানিত করা হয়। সম্মানিত করেন জাংশন মলের সিওও অরিজিৎ চট্টোপাধ্যায় ও জাংশন মলের মার্কেটিং ম্যানেজার প্রতীক চক্রবর্তী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্গাপুরের সিটি রেসিডেন্সি হোটেলে এক আলোচনা চক্রের আয়োজন করে দুর্গাপুরের মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুরের মহকুমা প্রশাসক অনির্বাণ কোলে, দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী, মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা. সত্যজিৎ বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট মহিলারা। দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালেও আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত সগড়ভাঙায় দুর্গাপুর পুরসভার শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী স্থানীয় মহিলাদের আর্থিক উন্নতির লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর সূচনা করেন এদিন। আসানসোলের হুনার ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা এদিন কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস পালন করেন।