দলের পান্ডাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই দলের আরও ২ বাইক চোর সহ বিভিন্ন জেলার ১৩ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। বাইক চুরির অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুরের জাটগেড়িয়ার বাসিন্দা় বাইক চোর সন্দেহে শেখ সাইদুলকে ২৫ ফেব্রুয়ারি বিজড়া থেকে গ্রেফতার করে দুর্গাপুর আদালতে হাজির করে ১০ দিনের পুলিশ হেফাজতে নেয়।

শেখ সাইফুল পুলিশের ম্যারাথন জেরায় মানসিক ভাবে ভেঙে পড়ে তার বাইক চুরির সব ঘটনা পুলিশকে জানিয়ে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরে সাইদুলের আরও ২ সাকরেদ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার রাঙামাটির শেখ নাজিমূল ও জাটগেড়িয়ার সালাম মন্ডলকে নিউ টাউনশিপ থানার পুলিশ গ্রেফতার করে দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলার ১৩ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। একসাথে এতগুলো চুরি যাওয়া বাইক উদ্ধারকে শিল্পাঞ্চলের মানুষ নিউ টাউনশিপ থানার বড় সাফল্য বলেই মনে করছেন। জানা গেছে, এইসব চোরাই বাইক ভ্যানো বানাতে ব্যবহার করা হত।





Like Us On Facebook