পথ দুর্ঘটনায় মৃতের ময়নাতদন্ত করে বর্ধমান মেডিকেল কলেজ থেকে ম্যাটাডরে করে ফেরার পথে ২ নং জাতীয় সড়কের ভারত কাঁটার কাছে ম্যাটাডোরের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম ১০। আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।দুর্ঘটনার জেরে ২ নং জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়।
জানা গেছে, শুক্রবার রাতে ২ নং জাতীয় সড়কের উপর পারাজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় গলসির রানাডির বাসিন্দা দশরথ বাগদির। শনিবার একটি ম্যাটাডর ভ্যানে দশরথ বাগদির পরিজনেরা বর্ধমান মেডিকেল কলেজে আসেন ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য। দেহের ময়নাতদন্তের পর দেহ নিয়ে ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। পুলিশ আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসে।
Like Us On Facebook