বৃহস্পতিবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে দুর্গাপুরের সিটি সেন্টারে শুরু হল তিনদিন ব্যাপী শিল্পমেলা। ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ স্মল ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া ও বেঙ্গল সুবার্বান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়িজিত হচ্ছে এই শিল্পমেলা। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান সব্যসাচী বাগচি সহ বিভিন্ন শিল্পপতিরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে সব্যসাচী বাবু বলেন, আগে যেভাবে জলের দরে শিল্পের জন্য জমি দেওয়া হয়েছে, বর্তমানে তা আর সম্ভব নয়। জমির পরিকাঠামো উন্নয়নে অনেক খরচ করতে হচ্ছে। শিল্পের জন্য জমি কোন বাধা নয় বলে দাবি সব্যসাচী বাবুর।