জন্মগত বিরল রোগে আক্রান্ত দু’দিনের শিশুর সফল অস্ত্রোপচার হল দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট এবং মুখ দিয়ে ফেনা আসার উপসর্গ নিয়ে দু’দিন বয়সের এক সদ্যজাত শিশুকে ভর্তি করা হয় দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন শিশুটি জন্মগতভাবে ‘ইসোফ্যাগাল আটরেসিয়া’ নামে এক বিরল রোগে আক্রান্ত।
এই রোগে শিশুর খাদ্যনালী পুরোপুরি তৈরি হয় না, অসম্পূর্ণ খাদ্যনালীর নীচের অংশ শ্বাসনালীর সঙ্গে জুড়ে থাকে। খাদ্যনালী অসম্পূর্ণ থাকায় শিশু খাবার খেতে পারে না। সমস্যা সমাধানের একমাত্র উপায় অস্ত্রোপচার করা। এইসব ক্ষেত্রে দ্রুত অস্ত্রোপচার না করলে শিশুর মৃত্যু অনিবার্য। এই রোগ যেমন বিরল অস্ত্রোপচারও তেমনই জটিল এবং ঝুঁকিপূর্ণ। বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জেন সিএস সিংয়ের নেতৃত্বে আইকিউ সিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সফলভাবে এই জটিল এবং ঝুঁকির অস্ত্রোপচার করে সদ্যজাত শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিলেন। চিকিৎসকদের সফল অস্ত্রোপচারের পর শিশুটির পরিজনেরা তাঁদের খুশির কথা জানান এবং হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানান।